খাসোগি খুনে সৌদির স্বীকারোক্তি:তোলপাড়
ডেস্ক রিপোর্টার : খাসোগি খুনে নতুন মোড় নিচ্ছে! দর্পচূর্ণ হয়ে খুনের স্বীকারোক্তি দিতে চাচ্ছে সৌদি আরব। ট্রাম্পের চাপে তারা বলেছে, জিজ্ঞাসাবাদ
সিএনএনের খবরে একটি সূত্র বলছে, প্রতিবেদনটি এখনো তৈরির কাজ চলছে। এটি বদলও হতে পারে। আরেকটি সূত্র বলছে, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে।ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সৌদি আরব বলবে, জিজ্ঞাসাবাদের সময় দুর্বৃত্তরা ভুলবশত খাসোগিকে হত্যা করেছে। তবে সৌদি আরবের বিবৃতি এখনো চূড়ান্ত হয়নি।
এএফপির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে ভয়ংকর বলে অভিহিত করেছেন। গত সোমবার অ্যালাবামা সফরকালে তিনি বলেন, ‘খাসোগি নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো সংশ্লিষ্টতার কথা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শোনা গেছে, দুর্বৃত্তরা খাসোগিকে হত্যা করতে পারে। কে বলতে পারে কী হয়েছে?’ তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সৌদি আরবে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প জানান, ‘পম্পেও তুরস্কে যেতেও পারেন। নাও পারেন। পম্পেও সবার সঙ্গে কথা বলবেন। কী ঘটেছিল তা আমরা খুঁজে বের করব।’২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে বিয়ের কাগজপত্র নিতে গিয়ে সৌদি কনস্যুলেটে যাওয়ার পর থেকে নিখোঁজ খাসোগি। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন নীতির সমালোচক ছিলেন। গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।তুরস্কের কর্মকর্তারা বলছেন, খাসোগিকে হত্যা করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।খাসোগির নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনের জন্য পশ্চিমা মিত্রদেশগুলো যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছে। তারা চায় যুক্তরাষ্ট্র খাসোগির ব্যাপারে সৌদি আরবকে চাপে ফেলুক।