• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘খালেদা তারেক এতিমের টাকা খেয়েছে’


প্রকাশিত: ৯:২৬ পিএম, ১২ অক্টোবর ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

কালিয়াকৈর প্রতিনিধি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকার লোভ সামলাতে পারেনি। এটা আমাদের অভিযোগ না। আদালত কর্তৃক স্বীকৃত। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, এতিমের টাকা আত্মসাৎ করায় একজনের কারাগারে থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর দয়ায় মুক্ত আছেন। আরেকজন বিদেশ থেকে যত অপপ্রচার চালাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশ ঘুরে গেছে। আশপাশ সব দেশের চেয়ে এগিয়ে আছি। স্বাধীনতার সময় পাকিস্তানের অর্থনীতি ৭০ ভাগ বেশি ছিল, আর বাংলাদেশে এখন পাকিস্তানের চেয়ে ৪০ ভাগ এগিয়ে আছে। পাকিস্তানের চেয়ে সূচকে এগিয়েছে বাংলাদেশ। ৭/৮টা সূচকে ভারতের চেয়ে আমরা এগিয়ে আছি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু হাইটেক সিটি অভ্যন্তরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।