• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

খালেদার কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক


প্রকাশিত: ৬:৪৬ পিএম, ১৯ জানুয়ারী ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

khalada jia-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দল ও জোটের করণীয় এবং আন্দোলনের দিক নির্দেশনা বিষয়ে দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, ওই  বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, সারওয়ারী রহমান ও ড. আর এ গনি উপস্থিত রয়েছেন।

বিকেল পৌনে ৫টার দিকে তারা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।