• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করছেন


প্রকাশিত: ৫:৫১ পিএম, ২৫ জুন ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

 

স্পোর্টস রিপোর্টার : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে লম্বা ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাই ঈদের খুশি tigers eid-www.jatirkhantha.com.bdপরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তারাও ছুটে গেছেন নিজ নিজ এলাকায়। আর দশটা মানুষের মতো ঈদ উপভোগ করবেন মাশরাফি-সাকিবরাও। এক নজরে দেখে নেওয়া যাক টাইগার ক্রিকেটাররা কে কোথায় ঈদ করছেন-

মাশরাফি বিন মর্তুজা ঈদ করতে এখন নড়াইলে রয়েছেন। পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও ভক্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই জন্মস্থান নড়াইলে এসেছেন টাইগার দলপতি।

তামিম ইকবাল স্ত্রী-সন্তান নিয়ে সিঙ্গাপুরে ঘুরতে গেছেন। তবে ঈদের আগেই দেশে ফিরবেন তিনি। ঈদের সময়টা চট্টগ্রামের খান পরিবারের সঙ্গে কাটানো মিস করতে চান না বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশফিকুর রহিম পরিবার নিয়ে এখন ইউরোপে রয়েছেন। কিন্তু মুশফিকুরের পরিবারের একটি সূত্র জানিয়েছে, ঈদের আগেই তিনি দেশে ফিরবেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

এদিকে সাকিব আল হাসান ঈদ ঢাকাতেই কাটাবেন। স্ত্রী-মেয়ে নিয়ে দিনটা আলাদাভাবেই কাটানোর লক্ষ্য এই অলরাউন্ডারের। তবে সময় পেলে মাগুরায় একবার ঘুরেও আসার পরিকল্পনাও রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

টাইগার পেসার তাসকিন আহমেদের বাবা-মাকে ছাড়া ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায়। ঈদের সময়ে বন্ধুদের নিয়ে ঘুরতে পছন্দ করেন তিনি। এবার ঢাকাতে কাটবে তাসকিনের ঈদ।

ক্রিকেট নিয়ে ব্যস্ততায় সাতক্ষীরায় যাওয়ার সুযোগ খুব একটা পান না মোস্তাফিজুর রহমান। তবে সাতক্ষীরাতে পরিবারের সঙ্গেই ঈদ কাটাবেন তিনি। বন্ধুদের নিয়ে বাইকে করে ঘোরাঘুরি, ভক্তদের দাবি মিটিয়েই হয়তো কাটবে মোস্তাফিজুরের ঈদ।

খুলনার ছেলে মেহেদি হাসান মিরাজ। খুব অল্প সময়ের ভেতরেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই অফ স্পিনার। মেহেদী হাসান মিরাজ থাকবেন খুলনাতেই ঈদ করবেন বলে জানিয়েছেন।