• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

কোনো দেশে প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এতকথা বলেন না-আনিসুল


প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৬ এপ্রিল ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

anisul-www.jatirkhantha.com.bd
স্টাফ রিপোর্টার : কোনো দেশে প্রধান বিচারপতিরা ‘প্রকাশ্যে এত কথা বলেন না’ মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো কষ্ট থাকলে’ তা নির্বাহী বিভাগকে জানানো উচিত। প্রধান বিচারপতির বক্তব্যের প্রেক্ষিতে বুধবার আইন মন্ত্রণালয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “আমি আপনাদেরকে সবিনয়ে এবং মাননীয় প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলব, আপনারা অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ দেখেছেন, আপনারা প্রতিবেশী দেশও দেখেছেন। কোনো দেশে বিচারকাজ ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা প্রকাশ্যে বলেন না।

আনিসুল হক বলেন, “আমার কথা হচ্ছে, নিশ্চয়ই উনি প্রয়োজনে বলেন, আমি এটা অস্বীকার করি না। কিন্তু উনি এই সব কথাগুলি, উনার যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, এই সব কথাগুলি যদি উনি প্রকাশ্যে না বলে আমাদেরকে জানান, তাহলে আমরা হয়ত সেগুলো সুরাহা করার চেষ্টা করতে পারি।”

জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন আইনমন্ত্রী। সেখানেই এক সাংবাদিক প্রধান বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রীর বক্তব্য জানতে চান।
গত মঙ্গলবার প্রধান বিচারপতি বলেছেন, প্রশাসন বিচার বিভাগকে স্বাধীন কাজ করতে দিতে চায় না কোনো সরকার – বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সংকটটা আসলে কোথায়-এরকম প্রশ্নের জবাবে আইনমন্ত্রী ওইসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধান বিচারপতিকে তিনি ‘অত্যন্ত সম্মান’ করেন। প্রধান বিচারপতি যদি তার ওই বক্তব্যের কারণটা বলতেন, তাহলে অনেক ‘সুবিধা হত’। শেখ হাসিনার সরকারের সময় বিচারকদের বেতন বৃদ্ধিসহ বিচার বিভাগের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন আনিসুল হক।