• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ৪ রাজাকারের ফাঁসির আদেশ-একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১:১০ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

কোর্ট রিপোর্টার  :   একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই 4 rajaker-hang-www.jatirkhantha.com.bdসহোদর শামসুদ্দিন ও নাসিরসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযুক্ত আজহারুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তাদের বিরুদ্ধে ৭টির মধ্যে ৬টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ৬টি অভিযোগের সবগুলোতেই সাজা দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১ টার থেকে ৬২৮ প্যারাগ্রাফ সম্বলিত ৩৩০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. সোহরাওয়ার্দী। দ্বিতীয় অংশ পড়েন বিচারিক প্যানেলের অন্য সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম। সবশেষে রায়ের মূল অংশ অর্থাৎ সাজা ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।

পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। পলাতক চারজন হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম।