• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

এ সংসদে যাঁরা সাংসদ, তাঁরা ‘ভুয়া’-মাহবুবুর রহমান


প্রকাশিত: ২:২৫ পিএম, ২৬ আগস্ট ১৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

mahabub-1

 

 

 

 

স্টাফ রিপোর্টার,ঢাকা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বর্তমান সংসদ জনগণকে প্রতিনিধিত্ব করে না। ‘প্রহসনের’ নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংসদে যাঁরা সাংসদ, তাঁরা ‘ভুয়া’।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মাহবুব সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা।

মাহবুবুর রহমান বলেন, বিএনপি আন্দোলনের মধ্যেই আছে। বিএনপির আন্দোলন অহিংস আন্দোলন। পাশাপাশি দলকে সংগঠিত করার কাজও চলছে।
বর্তমান সংসদ অকার্যকর—দাবি করে এ সংসদ ভেঙে দিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান মাহবুব।

তিনি বলেন, বর্তমান সংসদ জনগণকে প্রতিনিধিত্ব করে না। ‘প্রহসনের’ নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংসদে যাঁরা সাংসদ, তাঁরা ‘ভুয়া’।