• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

এয়ার এ্যারাবিয়ার যাত্রীর ফ্ল্যাক্সের ভিতর অর্ধ কোটি টাকার স্বর্ণবার


প্রকাশিত: ২:৪০ এএম, ১৬ আগস্ট ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২২১ বার

 
goldবাদশা খন্দকার, ঢাকা:   

চট্টগ্রামের শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দর থেকে এবার ৯৩৩ গ্রাম স্বর্ণ বার উদ্ধার হয়েছে। এসব স্বর্ণ বার লুকানো ছিল একটি ফ্ল্যাক্সের ভিতরে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা এক যাত্রীর লাগেজ তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি ফ্ল্যাক্স থেকে উদ্ধার ৯৩৩ গ্রাম স্বর্ণ বার। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে কাস্টমস সূত্র জাতিরকন্ঠকে জানিয়েছেন।

বিমান বন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় সারজাহ থেকে আসা এয়ার এ্যারাবিয়ার যাত্রী মোঃ ওসমান বিমান বন্দরে রহস্যজনক ঘোরাফেরা করছিল।এসময় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন।

একপর্যায়ে ওসমান পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে কাস্টমস কর্মকর্তা তাকে পাকরাও করে।পরে তার লাগেজের ভেতর থেকে ফ্ল্যাক্সটি বের করা হয়।স্ক্যানিং মেশিনে দেয়ার পর ফ্ল্যাক্সের ভিতর স্বর্ণ বারের অস্তিত্ব ধরা পড়ে।