• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

এরশাদের ভাগ্নিজামাই হলেন চট্টগ্রামের জিয়াউদ্দিন বাবুল


প্রকাশিত: ৭:১১ পিএম, ২১ এপ্রিল ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

বিশেষ প্রতিনিধি  :  সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ভাগ্নিজামাই হলেন চট্টগ্রামের জিয়াউদ্দিন bablu_tumpa.www.jatirkhantha.com.bdবাবুল। শুক্রবার সকাল ১১ টায় বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন হয়। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, মহাসচিব রুহুর আমিন হাওয়ালাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিয়ে উপলক্ষে আজ সন্ধ্যায় গুলশানের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বাবলুর স্ত্রী মেহেজেবুননেছা রহমান (টুম্পা) পেশায় একজন শিক্ষক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর। বাবলুর শাশুড়ি মেরিনা রহমান সম্পর্কে এরশাদের আপন বোন। এরশাদের একান্ত আগ্রহ ও উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু সাথে টুম্পার বিয়ে হয়েছে। বিবাহ পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ সদস্যদের।