• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

এবার প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার


প্রকাশিত: ৯:২০ পিএম, ১৫ জানুয়ারী ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬০ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।

র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো তারা। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।