• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

এবার চিত্রনায়িকাকে নিজ গাড়িতে গণধর্ষণ


প্রকাশিত: ১:০৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

ডেস্ক রিপোর্টার  :  ভারতে জনপ্রিয় এক অভিনেত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দক্ষিণাঞ্চলীয় bhavana kidnapped in kochimmকেরালা রাজ্যের পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে। ভারতীয় সিনেমার ওই অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেছে।

তিনি বলেন, ধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিল। তিনি তখন একটি সিনেমার ডাবিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পুলিশ ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি। তার গাড়িচালক ও সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে পুলিশ রোববার রাতে আটক করেছে। পুলিশ বলছে, তারা আরও তিনজন লোককে খুঁজছে। তবে প্রধান অভিযুক্ত, তার সাবেক একজন ড্রাইভার এখনও পলাতক।

অভিনেত্রী বলেছেন, এই অপহরণ ও ধর্ষণের ঘটনা চলেছে দু’ঘণ্টা ধরে। একই সঙ্গে তার অশোভন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার লোকেরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন। গত কয়েক বছরে ভারতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে ২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়।