• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

একাত্তরে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে: হিনা জিলানি


প্রকাশিত: ১০:৪৫ পিএম, ৬ ডিসেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

hina gilani-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক:   পাকিস্তানের মানবাধিকারকর্মী হিনা জিলানি বলেছেন, ‘অধিকাংশ পাকিস্তানি নাগরিক মনে করেন, একাত্তরে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে সাধারণ পাকিস্তানিরাও অনেক কিছু শিখেছেন। তারা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জেনেছে ওই যুদ্ধের পর।’

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে দক্ষিণ এশীয় শান্তি মিশনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ মিশনের আয়োজন করেছে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)।এসএএইচআরের চেয়ারপারসন হিনা জিলানি বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে। কিন্তু বিভাজনের ফলে সম্পূর্ণ সাফল্য পাচ্ছে না।

এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের।  অঞ্চলের বহুমাত্রিকতার কারণে জনগণের সকল স্বপ্নপূরণ হচ্ছে না। ফলে চরমাবস্থা ও অসহিঞ্চুতার মতো ঘটনা ঘটছে। সেক্ষেত্রে দেশগুলোর সরকারকে জনগণের ইচ্ছাকে প্রাধাণ্য দিয়ে শান্তির পথে হাঁটতে হবে।’

দক্ষিণ এশীয় অঞ্চলে অভ্যন্তরীণ সংঘাত ও দীর্ঘমেয়াদী উত্তেজনার বিরুদ্ধে এসএএইচআর আয়োজিত দক্ষিণ এশীয় শান্তি মিশনের আয়োজন করা হয়েছে। যার সূত্রপাত ঘটেছে রোববারের সংবাদ সম্মেলনের মাধ্যমে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএএইচআর’র বাংলাদেশ ব্যুরো প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী খুশি কবির, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ। উপস্থিত ছিলেন ভারতবাদে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরাও।

সুলতানা কামাল বলেন, ‘আমাদের এ মিশনের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র শক্তিশালী করা। দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের মাঝে যোগাযোগ স্থাপন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ আয়োজন। একই সঙ্গে সাধারণ জনগণকে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়েও আমরা প্রচারণা চালাবো।’