• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘উন্নত বাংলাদেশ গড়তে হাসিনাকে আরও ২ বার ক্ষমতায় আনতে হবে’


প্রকাশিত: ৪:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

mmmm

কালিহাতি প্রতিনিধি  :  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হয়ে যাবে। এটা করতে হলে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কম করে হলেও আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে। শুক্রবার দুপুরে বগুড়া যাওয়ার পথে কালিহাতী উপজেলায় এক মতবিনিয়ম সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এর মানে আমরা আর কোনো দেশের কাছ থেকে সাহায্য নেবো না। পাশ্ববর্তী দেশগুলোর বিপদে আমরাই সাহায্যের হাত বাড়িয়ে দিব।

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, বাংলাদেশের আসল মূল্যায়ন হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলেও উন্নয়নের জোয়ারে ভাসছে। এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, একাব্বর হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, বেগম মনোয়ারা এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।