• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদে বাজারমাত আনিসার ‘প্রেমের সাধনা’


প্রকাশিত: ৫:০৫ পিএম, ৮ জুলাই ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

anisa-www.jatirkhantha.com.bd.4anisa-www.jatirkhantha.com.bd.1anisa-www.jatirkhantha.com.bd.3এস রহমান  : ঈদে বাজারমাত- আনিসার ‘প্রেমের সাধনা’ ! এ সময়ের প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী আনিসা তালুকদার। এরই মধ্যে বেশ কিছু গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নানা চমক নিয়ে নতুন গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন এ শিল্পী। আজ রাতেই প্রকাশ হচ্ছে তার ‘প্রেমের সাধনা’ গানের ভিডিও।

প্রথম চমক হলো এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। দ্বিতীয় চমক হলো গানটির ভিডিওতে আনিসার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন চলতি সময়ের জনপ্রিয় মডেল-অভিনেতা কাজী আসিফ রহমান।

আর ভিডিওটি নির্মান করেছেন এমডি কনক। এটি আনিসার ‘অ্যাট্রাকটিভ আনিসা’ শীর্ষক দ্বিতীয় একক অ্যালবামের গান। ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাওয়া এ ভিডিওটি প্রসঙ্গে আনিসা বলেন, অনেক সময় নিয়ে এর কাজ করেছি।

বেশ ভালো আয়োজনে এ গানটি করা। শ্রোতাদের জন্য এটি আমার পক্ষ থেকে ঈদ চমক। আমার বিশ্বাস ভিডিওটি ভালো লাগবে সবার।