• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ইউসিবি ব্যাংকের এটিএম জালিয়াত পিটার-চক্র পাকরাও


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

এস রহমান  :  অবশেষে ঘটনার ৮ দিন পর গোয়েন্দা জালে পাকরাও হলো ইউসিবি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত চক্রের অন্যতম প্রধান হোতা পিটার-চক্র।

atm jaliat-piter-www.jatirkhantha.com.bdএটিএম বুথে জালিয়াতির ঘটনায় সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে এই বিদেশি নাগরিককে পাকরাও করতে সমর্থ হয় গোয়েন্দা পুলিশ। তিনি পোল্যান্ডের নাগরিক বলে জানা গেছে। তার পুরো নাম পিটার না আরো ভিন্ন কোন নাম আছে তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আজ সোমবার সকালে ওই বিদেশিসহ বাংলাদেশি কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জাতিরকন্ঠকে জানিয়েছেন।গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়।

ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।