• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

আহসানউল্লাহ ছাত্রীকে যৌন হয়রানি-শিক্ষক ফেরদৌসের জামিন বাতিল


প্রকাশিত: ৪:৫৭ পিএম, ২২ মে ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

হাইকোর্ট রিপোর্টার : ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ferdows-www.jatirkhantha.com.bdচাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।

২০১৬ সালের এপ্রিল মাসে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩)-এর ১০ ধারায় যৌন হয়রানির অভিযোগ এনে কলাবাগান থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন।