• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

আসাদকেই ক্ষমতায় থাকতে হবে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন


প্রকাশিত: ৪:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

putin-www.jatirkhantha.com.bdআন্তজার্তিক ডেস্ক রিপোর্টার:   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার চলমান গোলাযোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেই ক্ষমতায় থাকতে হবে।
মার্কিন সিবিএস  নিউজের “সিক্সটি মিনিট” অনুষ্ঠানকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছেন। আগামী রোববার এ সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-বিরোধী লড়াই এবং দেশটিতে রুশ সেনা ও অস্ত্র পাঠানো নিয়েও এ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আবারো জোর দিয়ে বলেছেন, সিরিয়াকে অবশ্যই ‘লিবিয়া’ হতে দেয়া যাবে না।
সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, মার্কিন কর্মকর্তারা তাকে মাঝেমধ্যেই ‘জার’ বলে যে সম্বোধন করেন তিনি তার জন্য মানানসই নন। এ সাক্ষাৎকারে তিনি আমেরিকার লোকজনের সৃষ্টিশীলতার প্রশংসা করেছেন। এছাড়া, ইউক্রেন ইস্যু এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকার লোকজন সম্পর্কে পুতিন তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এ সাক্ষাৎকারে।