• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

আল কায়েদার ১২ জঙ্গি পাকরাও


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

aaaaaaaaaaaaবিশেষ প্রতিবেদক.ঢাকা: আল কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার বাংলাদেশ ইউনিটের প্রধান সমন্বয়ক মাওলানা মাইনুল ইসলাম ও উপদেষ্টা মাওলানা জাফর আমিনসহ ১২ জঙ্গিকে আটক করেছে র‌্যাব।মাওলানা মইনুল ইসলাম হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি)  সঙ্গেও জড়িত ছিলেন।

র‌্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই জব্দ করা হয়েছে।  তবে তাদের কখন কোথায় আটক করা হয়েছে, তা জানায়নি র‌্যাব কর্মকর্তারা।