• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

আল্লাহভীরু ও দেশপ্রেমিক প্রার্থীদেরকে নির্বাচিত করার আহবান-মেয়র প্রার্থীদের পক্ষে গনসংযোগে পীর সাহেব চরমোনাই


প্রকাশিত: ৯:০৪ পিএম, ১৯ এপ্রিল ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

বিশেষ প্রতিবেদক.ঢাকা: ঢাকা সিটি দক্ষিণ মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান ও উত্তর মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, ধর্মীয় ও রাজনৈতিক নেতা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। পীর সাহেব চরমোনাই ঢাকা সিটিবাসীকে সৎ, যোগ্য, আল্লাহভীরু ও দেশপ্রেমিক প্রার্থীদেরকে নির্বাচিত করার আহবান জানান।pir chormonai-www.jatirkhantha.com.bd

দক্ষিণে গণসংযোগ : আলহাজ্ব আব্দুর রহমান-এর পক্ষে পীর সাহেব চরমোনাই বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকার পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, বঙ্গবাজার, নাজিরাবাজার, নয়াবাজার মোড় হয়ে রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট টার্মিনাল, ইসলামপুর, বাবুবাজার ব্রীজ, নয়াবাজার নর্থসাউথ রোড, গুলিস্তানের গোলাপশাহ চত্বরে গণসংযোগ ও পথসভা সমাপ্ত হয়। এসময় পীর সাহেব চরমোনাইর সাথে দক্ষিণ প্রার্থী আলহাজ্ব আবদুর রহমান একটি খোলা জিপে পুরো গণসংযোগে উপস্থিত ছিলেন। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতার মাঝে এক নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।

গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আলতাফ হোসেন ও আহমদ আবদুল কাইয়ূম।

উত্তরে গণসংযোগ : উত্তরের প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর পক্ষে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উত্তরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন পীর সাহেব চরমোনাই। মিরপুরের কালশী থেকে পীর সাহেব চরমোনাই এ গণসংযোগে শুরু করেন। তিনি পল্লবী, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, মিরপুর-১০, কাফরুল, মিরপুর-১, শাহআলী, দারুস্সালাম, ক্যালপুর শহীন মিনার রোড, শ্যামলী, কৃষি মার্কেট, শিয়া মসজিদ, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, খামারবাড়ি, ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে বেলা ১টায় সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণসংযোগ শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়েকজন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ।