• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

আর্মির হাতে জঙ্গি আস্তানা-আতিয়া মহলে নারী জঙ্গিসহ নিহত ৪


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ২৭ মার্চ ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

gongi-shelhet-www.jatirkhantha.com.bd.55বিশেষ প্রতিনিধি  :  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া ভবনে gongi-shelhet-www.jatirkhantha.com.bdসেনাবাহিনীর অভিযানে চারজন নিহত হয়েছে। এদের একজন নারী এবং তিন জন পুরুষ।

নিহতদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশে দেয়া হয়েছে আর দুই জনের মরদেহ এখনও ভেতরে পরে আছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনীর অভিযান টোয়াইলাইট শুরু হওয়ার তৃতীয় দিনের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ কথা জানান।

তিনি জানান, আতিয়া মহলের ভেতরে এখনও বিপুল পরিমাণ বিস্ফোরক আছে। এ কারণে ভবনটি বিপজ্জনক অবস্থায় আছে। ফখরুল আহসান বলেন, ভেতরে যে পরিমাণ বিস্ফোরক আছে, সেগুলোর বিস্ফোরণ হলে পুরো ভবনটি বা ভবনটির একাংশ ধসে পড়তে পারে।