• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

আরব ইসলামিক আমেরিকান সামিট- ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হবে হাসিনার


প্রকাশিত: ১:১৭ পিএম, ২০ মে ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

ডেস্ক রিপোর্টার :  ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগ দিতে শনিবার রাতে সৌদি আরব pm-www.jatirkhantha.com.bdযাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হবে শেখ হাসিনার। আজ রাতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর সৌদি আরবই হচ্ছে ট্রাম্পের প্রথম বিদেশ সফর। রোববার অনুষ্ঠেয় ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগ দেবেন তিনি।