• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

আইএস জঙ্গি মুতাজের ঢাকা মিশন ফেল!


প্রকাশিত: ১:৫৯ পিএম, ৭ মে ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

স্টাফ রিপোর্টার : ধরা পড়ে আইএস জঙ্গি মুতাজের ঢাকা মিশন ফেল! ঢাকায় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আইএস জঙ্গি মুতাজ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জিজ্ঞাসাবাদে মুতাজ সিরিয়ায় গিয়ে যুদ্ধ করা এবং ঢাকায় এসে সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গোয়েন্দাদের। তদন্তের স্বার্থে পুলিশ তা গোপন রাখছে।

সূত্র জানায়, আইএসের হয়ে সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া এক জঙ্গি ঢাকায় আসার পর তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশানাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। এরপর সোমবার তাকে আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত ওই জঙ্গির পুরো নাম মুতাজ আব্দুল মজিদ কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজ (৩৩)। সে সৌদি আরব থেকে সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে গিয়েছিল।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির উপ কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম খান। তিনি জানান, ‘সৌদি আরব থেকে এক বাংলাদেশি সিরিয়া গিয়েছিল। সেখান থেকে সে ঢাকায় আসার পর তাকে গ্রেফতার করা হয়েছে।’

উত্তরা পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ ইবনে সাইয়ীদ জাতিরকন্ঠ কে জানান, ‘সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের হওয়া ওই মামলায় মুতাজ ছাড়াও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আশরাফুল হক বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে মুতাজের সিরিয়ায় গিয়ে যুদ্ধ করা এবং ঢাকায় এসে সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনার বিষয়ে উল্লেখ রয়েছে।’