• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

অভিনয় শিল্পী সংঘের সভাপতি সাচ্চু সম্পাদক-নাসিম সাংগঠনিক-জর্জ


প্রকাশিত: ৫:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

sacchu-nasim-www.jatirkhantha.com.bd
nnবিনোদন রিপোর্টার  :  অভিনয় শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হলেন শহীদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। শুক্রবার ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর আজ শনিবার বেলা সোয়া এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। এরমধ্যে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি। যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দপ্তর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন।
mm
এদিকে সাত জন কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, মুকুল সিরাজ-সনি রহমান (সমান সংখ্যক ভোট), সেলিম মাহবুব, সুজাত শিমুল জয়লাভ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার। গত কয়েকদিন বিনোদন অঙ্গনে এ নিয়ে চলেছে জোর প্রচারণা। সরগরম ছিল শিল্পকলাসহ বিভিন্ন শুটিং স্পট। ভোটকে কেন্দ্র করে গঠিত হওয়া নির্বাচন কমিশন আহ্বান করেছে- শিল্পীদের নির্বাচন যেন শিল্পসম্মত হয়। দিন শেষে হয়েছেও তাই। একটি সড়ক দূর্ঘটনার খবর ছাড়া পুরো দিনের নির্বাচন পরিবেশ ছিল আনন্দঘন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১০ ফেবরুয়ারি শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। চলেছে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।এই সময়ের ভিতরে উপস্থিত প্রায় সব ভোটারের ভোট নেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে। এবারের নির্বাচনে ১২টি পদে ২৪টি আসনের জন্য লড়াই করছেন ৫০ জন অভিনয়শিল্পী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘের সদস্য সংখ্যা প্রায় সাড়ে ছয় শ’ জন।