• শনিবার , ১০ মে ২০২৫

অবশেষে রসিকে নৌকা পেল ঝন্টু


প্রকাশিত: ১১:০৫ এএম, ১২ নভেম্বর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

এস এম খলিল বাবু  :  অবশেষে রসিকে নৌকা পেল ঝন্টু; রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের zantu-www.jatirkhantha.com.bdপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন ঝন্টু। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়। বৈঠকে উপস্থিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৬ নভেম্বর রসিক নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৭-১১ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে আওয়ামী লীগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৭ থেকে শুরু করে ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আবেদপত্র জমা দেয়ার আহ্বান জানানো যাচ্ছে।