• শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফেনীর যৌনসন্ত্রাসী সিরাজদৌলার স্বীকারোক্তি


প্রকাশিত: ৮:৫৮ পিএম, ২৮ এপ্রিল ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

বিশেষ প্রতিনিধি : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সিরাজ উদ দৌলা। আগামী মাসের মধ্যেই নুসরাত হত্যার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। আজ রবিবার রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নুসরাত হত্যায় জড়িত সুনির্দিষ্টভাবে শনাক্ত হওয়া ১৬ জনের, প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার চার্জশিট দেয়ার নির্দিষ্ট কোনো তারিখ দেননি।

অন্যদিকে, নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টটিগেশন-পিবিআই’র করা তদন্তে এ পর্যন্ত আদালত সন্তুষ্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনায় বিচারিক কমিশন চেয়ে, রিট উপস্থাপনের পর রবিবার আদালত এমন মন্তব্য করেন।

আদালত মন্তব্য করেন, ‘সবকিছু মিলিয়ে পিবিআই’র কাজ সন্তোষজনক প্রতীয়মান হয়েছে। ফলে, একদিকে আদালত চায় না যে তদন্তে কোনো রকম প্রভাবিত হোক। এ মুহূর্তে আদালত হস্তক্ষেপের যৌক্তিক কারণ দেখছেন না।’ এছাড়াও মাদ্রাসার পরিচালনা পর্ষদ ঘটনার পর কি কি পদক্ষেপ নিয়েছিলো, সে বিষয়েও প্রয়োজন হলে আদালত খতিয়ে দেখবে বলেও আদালতের পক্ষ থেকে জানানো হয়।

প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগ এনে চলতি বছরের মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।মামলা তুলে না নেয়ায় গেল ৬ই এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে অধ্যক্ষের অনুসারীরা তাকে ছাদে ডেকে নিয়ে গায়ে পরিকল্পিত ভাবে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়।

অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেদিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।এরপর প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে নেয়ার নির্দেশ দিলেও তার অবস্থা শংঙ্কটাপন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুর নেয়া সম্ভব হয়নি। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ই এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নুসরাত জাহান রাফির মৃত্যু হয়।