শাহজালালে ৪ কেজি গাজাসহ সংঘবদ্ধ নারী মাদক পাচারকারী যাত্রী পাকরাও
স্টাফ রিপোর্টার.ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি গাজাসহ এক নারীযাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। আজ সকাল সোয়া আট টার সময় বিমানবন্দর বহির্গমন ৪ নং গেট এর সম্মুখ থেকে নারীযাত্রী মোছাঃ শাহানারা (৩১) কে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে আজ সকালে ৯ টা ৩৫ মিনিটে এয়ার আরাবিয়ার জি৯ ৫১৪ যোগে যাত্রী মোছাঃ শাহানারার ওমান যাওয়ার কথা ছিলো।
সেই হিসেবে সে সকাল আটটার সময় বিমানবন্দরের বহির্গমন গেট ৪ এর কাছাকাছি আসে। তার ইতস্তত ঘোরাফেরার কারণে সন্দেহ হয় কর্তব্যরত আর্মড পুলিশ সদস্যদের। পরবর্তিতে তার লাগেজ তল্লাশী করে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়।তার বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায়।তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর টেবিল ৭(ক)ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।