• বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

২৪ আগস্ট ডেসটিনির দুই মামলায় অভিযোগ গঠনের নির্দেশ হাইকোর্টের


প্রকাশিত: ৩:১০ পিএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

হাইকোর্ট রিপোর্টার  :  ডেসটিনির অর্থপাচারের দুই মামলায় অভিযোগ গঠনের ওপর ২৪ আগস্ট আদেশ দেয়ার জন্য ঢাকা 11মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওইদিন অর্থপাচার মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে ৩১ আগস্ট উচ্চ আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

দুদকের এ সংক্রন্ত দুইটি আবেদন নিস্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচারের অভিযোগে রাজধানী কলাবাগান থানায় ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ৩৫ জনের বিরুদ্ধে দুটি অর্থপাচার মামলা করে দুদক।

মামলায় আসামিদের বিরুদ্ধে সাড়ে ৩ হাজার কোটি টাকা অর্থপাচারে অভিযোগ আনা হয়। এ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগ গঠনের জন্য ছিল। কিন্তু একাধিক কার্য দিবসেও মামলাটির অভিযোগ গঠন করা হয়নি।

পরে দুদক দ্রুত অভিযোগ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। শুনানি শেষে হাইকোর্ট আজ এ আদেশ দেয়।