• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

১ দিনে বাজার থেকে পৌনে আট হাজার কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ৮:১৬ পিএম, ৪ জুলাই ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

অর্থনৈতিক রিপোর্টার :  বাংলাদেশ ব্যাংক এক দিনে মঙ্গলবার বাজার থেকে তুলে নিয়েছে প্রায় পৌনে আট হাজার কোটি টাকা। এর bbbমধ্যে সাত দিন মেয়াদি বিলের মাধ্যমে ৫ হাজার ৫১৭ কোটি টাকা এবং ১৪ দিন মেয়াদি বিলের মাধ্যমে ২ হাজার ৫২০ কোটি টাকা। সাত দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে অর্থ তুলে নিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে প্রতি ১০০ টাকায় ব্যয় করতে হয়েছে ২ টাকা ৯৭ পয়সা এবং ১৪ দিন মেয়াদি বিলের মাধ্যমে অর্থ তুলে নিতে ব্যয় করতে হয়েছে ২ টাকা ৯৮ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুদ্রানীতির বিভিন্ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। টাকার প্রবাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিনিয়োগ স্থবিরতার মাঝে প্রতিটি ব্যাংকের হাতেই উদ্বৃত্ত তহবিল রয়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই বাজার থেকে বাংলাদেশ ব্যাংক টাকা তুলে নিচ্ছে।