• শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

হালদায় নৌকাডুবি-৪ জনের লাশ উদ্ধার


প্রকাশিত: ২:৩১ পিএম, ৯ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হালদা নদীতে নৌকাডুবির 2ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শনিবার সকাল ১০ টার পর একে একে মরদেহগুলো ভেসে ওঠে। তখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ চারটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন, ফটিকছড়ির সুয়াবিল এলাকার নুরুল ইসলাম সওদাগর (৫৫), আরমান (৭), রিজভী (১২) ও ইমন (১৮)। দুই দফায় তাদের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সুয়াবিল ইউনিয়নের হালদা নদীতে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাঝ নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

যেখানে নৌকা ডুবেছিল তার থেকে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে শনিবার সকালে ভাসমান মরদেহ চারটি পাওয়া যায়। তাদের উদ্ধার করে তীরে আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল এখনো অভিযান চালাচ্ছেন।