• মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪

হাথুরুর দেশেই টাইগারদের অগ্নি পরীক্ষা-


প্রকাশিত: ২:৫৪ পিএম, ৫ ডিসেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার

আসমা খন্দকার :  এবার হাথুরুর দেশেই টাইগারদের অগ্নি পরীক্ষা হবে। এই পরীক্ষায় টাইগারদের মাষ্ঠার কে হবেন তা নিয়ে চলছে নানা পরীক্ষা-নীরিক্ষা। এই পরীক্ষা দিতেই pibas-www.jatirkhantha.com.bdঢাকায় আসছেন রিচার্ড পাইবাস। কাল এই পরীক্ষা হবে বিসিবি কার্যালয়ে। চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর সেই পাইবাস ফের অাসছেন! এবার বেশ দ্রুততম সময়ে নতুন কোচ নিয়োগ দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাথুরুর উত্তরসূরি কে হবেন, সেটি এখনো নিশ্চিত না হলেও বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন রিচার্ড পাইবাস। জানা গেছে,  আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগেই দীর্ঘ মেয়াদে দলের একজন অভিভাবক খুঁজছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জাতিরকন্ঠ কে জানিয়েছেন, রিচার্ড পাইবাস আগামীকাল বুধবার দুপুরে সাক্ষাৎকার দিবেন। ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচের ঢাকায় আসার বিষয়টি জাতিরকন্ঠকে নিশ্চিত করেছেন বোর্ডের আরো একাদিক কর্মকর্তা।

জানা গেছে, ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হয়েছিলেন রিচার্ড পাইবাস। বিসিবির সঙ্গে তিক্ততায় ভরা ছিল তাঁর সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায়। চুক্তিতে সই না করেই প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিসিবির বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্তেও আপত্তি ছিল পাইবাসের। অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। ওইসময় বিসিবির বিপক্ষে এত সব অভিযোগের পর এবার পাইবাস আসছেন নিজের অাঁটঘাট বেঁধে।

বোর্ড সূত্র জানায়, হাথুরুর বিকল্প হিসেবে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পাশাপাশি কঠোর এক কোচকে খুঁজছিল বিসিবি। এ বিবেচনাতেই আপাতত বিসিবির পছন্দের তালিকায় ওপরের দিকেই আছেন পাইবাস। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য কোচদের যে সম্ভাব্য তালিকা আছে, সেটিতে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শ। তবে তাঁরা সাক্ষাৎকার দিতে আসবেন কি না, সেটি নিশ্চিত নয়।