• মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪

স্রোত তীব্র শিমুলিয়ায়-ফেরি চলাচল মারাত্মক ব্যাহত


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৪ জুলাই ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

শিমুলিয়া প্রতিনিধি  :  শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরিঘাটে গাড়ির চাপ বাড়ছে। গাড়িগুলো সারি অবস্থায় দাঁড়িয়ে আছে। তীব্র স্রোতে 12ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। গত কয়েকদিন ধরেই এ সমস্যায় পড়েছে এ রুটের যাত্রীরা।আজ শুক্রবার সকাল থেকে তীব্র স্রোত ও ডুবোচর ফেরি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে আগের চাইতে সময়ও বেশি লাগছে। বৃহস্পতিবারও শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ আটকা ছিল চার শতাধিক যানবাহন।
???????????????????????????????
মাওয়া বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি যেতে পালের চর ঘুরে যেতে হয় তাই সময় লাগছে চার ঘণ্টা। যেখানে আগে সময় লাগতো দুই ঘণ্টা। বর্তমানে শিমুলিয়া প্রান্তে ট্রাক-যাত্রীবাহী গাড়িসহ সাত শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।জানা গেছে, এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করতো। তবে বর্তমানে তিনটি ফেরির সমস্যা থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।