• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

সেই ভয়ংকর ল্যাংড়া আমির ক্রসফায়ার


প্রকাশিত: ৪:২০ পিএম, ১ আগস্ট ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

কেরানিগঞ্জ প্রতিনিধি :  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে langra masud-www.jatirkhantha.com.bdল্যাংড়া আমির (৩৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গভীর রাতে টহল পুলিশের সঙ্গে ল্যাংড়া আমির ও তার সহযোগীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আমিরের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

porag-amir.www.jatirkhantha.com.bdএকসময় দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমপাড়া এলাকায় জমির ব্যবসায় যুক্ত ছিলেন ল্যাংড়া আমির। এরপর হাসনাবাদ এলাকায় আবাস গড়েন। ঠিকমতো হাঁটতে না পারার জন্য তার নামের সঙ্গে ‘ল্যাংড়া’ শব্দটি জুড়ে দেয় এলাকাবাসী। তার চলাচলের একমাত্র বাহন ছিল মোটরসাইকেল। সহযোগীরা মোটরসাইকেল চালাতেন আর আমির পেছনে বসে থাকতেন। পুলিশ জানায়, আমিরের বাড়ি মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকায়। আমিরের গতিবিধি ভৌতিক আর কর্মকাণ্ড পৈশাচিক বলেও জানান তারা।