• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

সন্ত্রাস নির্মূলে সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র-ওবামার পক্ষে জন কেরির ফোন হাসিনাকে


প্রকাশিত: ৪:১৯ এএম, ৪ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

 

কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট hasina jon kari-www.jatirkhantha.com.bdবারাক ওবামা ।রবিবার রাত ৮টায় বারাক ওবামার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জন কেরি বলেন, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যেকোনো ধরণের সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। জন কেরিকে তিনি জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ গঠন করছেন। প্রধানমন্ত্রী সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান।