• শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

‘সকল দলের ঐকমত্যের ভিক্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান’


প্রকাশিত: ৯:১৪ পিএম, ২৬ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৪ বার

 

জামালপুর প্রতিনিধি: শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের ঐকমত্যের ভিক্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান 11জানিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জামালপুর শহরের সিংহজানি হাইস্কুল মাঠে জেলা বিএনপির ত্রি-বাষির্কী সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। বিনা ভোটে নির্বাচিত এই সরকার ২০ দলীয় জোটের নেতাকর্মী, সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। দেশব্যাপী নেতাকর্মীদের ওপর হামলা, সন্ত্রাস, খুন, হত্যা, গুম করে এমনকি সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে হত্যা করছে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, কেন্দ্রী বিএনপির সহসম্পাদক শরিফুল আলম, কেন্দ্রীয় সদস্য বদরুদ্দোজা বাদল, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রশিদুজ্জামান মিল্লাত, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু প্রমুখ।