• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

সংকট সমাধানে ঐক্যবদ্ধ চেষ্টা চলছে: ড. কামাল


প্রকাশিত: ৯:২৯ পিএম, ৩০ জানুয়ারী ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

 dr-kamal-hossain-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: : সমাধানে আমরা ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি’ বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রকাশ করতে এসে গুলশান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, আমরা ঐকবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মান্না ভাই (নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না) আছেন, আরও অনেকে আমাদের সঙ্গে আছেন।তিনি বলেন, আমরা চাই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক। দেশের ১৬ কোটি মানুষও এটা চাই।

২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন কীনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছি। কোকোর জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করেছি। কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি।
আলোচনার কোনো উদ্যোগ আছে কীনা- এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, হ্যাঁ আলোচনার উদ্যোগ আছে। আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে শুক্রবার রাত ৭টার দিকে গুলশান কার্যালয়ে আসেন ড. কামাল হোসেন। এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ পাঁচজন উপস্থিত ছিলেন।

তাদের প্রবেশের কিছুক্ষণ পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। রাত সাড়ে ৭টার দিকে তারা বের হয়ে যান।এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।