• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

শাহজালালে ২ সোনা চোরাচালানীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ৪:১৮ পিএম, ১৭ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

স্টাফ রিপোর্টার   : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি 1৩৩০ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা শুল্ক বিভাগ। শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে দুই যাত্রী নামার পর তাদেরকে তল্লাশি করে অলঙ্কারসহ এসব স্বর্ণ জব্দ করা হয়।আটককৃতরা হলেন মামুন খান ও মুরাদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি বলেন, সিঙ্গারপুর থেকে টিজি৩২১ নামের একটি বিমান দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল ক্রসিং এলাকায় তাদের তল্লাশি চালিয়ে ৩৭টি ১০০ গ্রাম স্বর্ণের বার, একটি এক কেজির স্বর্ণের বার ও সাড়ে ৯ কেজি অলঙ্কারসহ মোট ১৪ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় স্বর্ণবহনকারী ওই দুই যাত্রীকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
নানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।