• বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া


প্রকাশিত: ২:৫৩ পিএম, ৩০ অক্টোবর ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১ বার

কক্সবাজার থেকে ইমরুল সাহেদ : কক্সবাজারের উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়া। সোমবার rohinga tran-www.jatirkhantha.com.bd(৩০ অক্টোবর) বেলা সোয়া একটায় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে ছবিসহ ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে দেখতে দেখা যায় উৎসুক রোহিঙ্গাদের।

এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণের আগে সোমবার সকালে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেসময় তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খাদ্য ও গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছি।’

জানা যায়, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে।বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার নিয়ম নেই। তাই হাতে হাতে ত্রাণ বিতরণ করবেন না খালেদা জিয়া। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে।