• বুধবার , ২৪ এপ্রিল ২০২৪

‘বিচার বিভাগ সংসদকে প্রতিপক্ষ করেছে’


প্রকাশিত: ৩:৪৭ পিএম, ২০ আগস্ট ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

স্টাফ রিপোর্টার :   আজকের বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের tofayel-www.jatirkhantha.com.bdসভাপতিমন্ডলির সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমদ বলেন, ষোড়শ সংশোধনী রায়ের মাধ্যমে আমাদের জাতীয় সংসদকে ছোট করা হয়েছে। জনগণের সকল ক্ষমতার অধিকারী হলো জাতীয় সংসদ। এই সংসদকে যখন অপরিপক্ক বলা হয় তখন আমাদের দুঃখ বেদনা প্রকাশ করা ছাড়া কিছু করার থাকে না।তিনি বলেন, রাষ্ট্রের ৩ টি অঙ্গ হলো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও জাতীয় সংসদ। এ ৩ অঙ্গের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। কিন্তু, আজকের বিচার বিভাগ সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।