• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

বিএনপি’র সমাবেশ-গাড়ি চালাচ্ছেনা চালকরা


প্রকাশিত: ১১:২১ এএম, ১২ নভেম্বর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

স্টাফ রিপোর্টার :   বিএনপি’র সমাবেশ উপলক্ষ্যে আজ রহস্যজনক কারণে গাড়ি চালাচ্ছেনা চালকরা। পরিবহন 1111নেতারা দাবি করছেন, অনেক এলাকায় আজ ড্রাইভাররা ছুটি নিয়েছেন। ফলে গাড়ি চালক সংকটে গাড়ি বের হতে পারেনি।

রোববার সকালের পর থেকেই হঠাৎ করে রাজধানী মুখী পরিবহনে সংকট দেখা দিয়েছে। ফলে দুর্ভোগে পরেছে অফিসমুখী যাত্রীরা।এদিকে বিভিন্ন অনলাইনের খবরে বলা হচ্ছে রাজধানীর সাথে আশ পাশের জেলারগুলোর গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

তবে বিএনপির নেতারা বলছেন, আমাদের সমাবেশে যেন ঢাকার বাহিরের জনগণ না আসতে পারে এজন্যই সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছেন।ওদিকে পরিবহন নেতারা বলছেন, অনেক এলাকায় আজ ড্রাইভাররা ছুটি নিয়েছেন।ফলে গাড়ি চালক সংকটে গাড়ি বের হতে পারেনি।

অন্যদিকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থেকে সব ধরনের গণপরিহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অফিস-আদালতগামীসহ সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে দুর্ভোগকে সঙ্গী করেই কেউ কেউ সিএনজি অটোরিকশা- এমনকি রিকশায় করে অতিরিক্ত ভাড়া দিয়েও ঢাকায় আসছেন।