• বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশের ক্ষুদে জিনিয়াস ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলো


প্রকাশিত: ৪:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

ফিদে মাষ্টার মোঃ ফাহাদের সাফল্যে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের চেজ ইন স্কুল কমিটির চেয়ারম্যান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা, ক্রীড়ানুরাগী দোলা হাসান
ফিদে মাষ্টার মোঃ ফাহাদের সাফল্যে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের চেজ ইন স্কুল কমিটির চেয়ারম্যান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা, ক্রীড়ানুরাগী দোলা হাসান

আর এইচ মানব :  সাবাস-বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।এবার ওয়ার্ল্ড ইয়ুথ দাবা অলিম্পিয়াডে ভারতের গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়াকে রুখে দিয়েছেন বাংলাদেশের মিরাকল ফিদে মাস্টার ফাহাদ রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশন জাতিরকন্ঠ প্রতিবেদককে জানিয়েছে, ফিদে মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়ার সঙ্গে ড্র করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

ফিদে মাস্টার ফাহাদ গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়ার সঙ্গে ড্র করার মূহুর্তে
ফিদে মাস্টার ফাহাদ গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়ার সঙ্গে ড্র করার মূহুর্তে

বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাষ্টার মোঃ ফাহাদ রহমানের এই বিরাট সাফল্য তাকে পৃথক পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, পৃথকভাবে বাংলাদেশ দাবা ফেডারেশনের চেজ ইন স্কুল কমিটির চেয়ারম্যান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা, ক্রীড়ানুরাগী দোলা হাসান।

এ উপলক্ষ্যে নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে ফাহাদ এর এই সাফল্য’র ভূয়সী প্রসংশা করে তার উত্তোরোত্তর উন্নতি কামনা করে বলেছেন, ফাহাদ একদিন বিশ্বের সেরা দাবা জিনিয়াস হবেন। বাংলাদেশের সুপার প্রতিভা ফাহাদের সাফল্যের সঙ্গে অমিকন গ্রুপ তার পাশে থাকবে বলেও জানিয়েছেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তারা আরো জানান,  ভারতের আহমেদাবাদে হওয়া এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সোমবার ভারত সবুজ দলের কাছে ৩.৫-০.৫ পয়েন্টে বাংলাদেশ দল হারলেও ফিদে মাস্টার ফাহাদ গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়ার সঙ্গে ড্র করে সবাইকে তাক লাগিয়ে দেন। উল্লেখ্য এর আগে ‘অমিকন ৪৩তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৭-এ ৫ম স্থান অধিকার করেছিল ফাহাদ।এর আগে ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ গ্রুপে চতুর্থ স্থানে উঠে এসেছিল বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার মোঃ ফাহাদ রহমান। প্রতিযোগিতার ৭ম রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে এই কৃতিত্ব অর্জন করে সে।

জানা গেছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে গত সোমবার থেকে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ ১৬ দাবা অলিম্পিয়াড খেলা শুরু হয়েছে। বিশ্বের ২৮ টি দেশের ৩০ টি দল এ ইভেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল এ ইভেন্টের ১ নম্বর দল ভারতের কাছে পরাজিত হলেও ফিদে মাষ্টার মোহাম্মদ রহমান( রেটিং-২২৩৪) ভারতের গ্রান্ড মাষ্টার আরিয়ান চোপড়ার (রেটিং-২৫৩৬) সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন।এ ইভেন্টে একজন গ্রান্ড মাষ্টার, ১৪ জন আন্তর্জাতিক মাষ্টার, ৪ জন মহিলা আন্তর্জাতিক মাষ্টার ও ২৯ জন ফিদে মাষ্টার বিভিন্ন দলের পক্ষে অংশ নিচ্ছে।