• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

বন্দুকযদ্ধে ‘জঙ্গি’ নিহতের ঘটনা আইন-শৃঙ্খলা বাহিনীর ‘দুর্বলতা’


প্রকাশিত: ৫:৩১ পিএম, ২১ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

সংসদ রিপোর্টার  :   জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সম্প্রতি কথিত বন্দুকযদ্ধে 2‘জঙ্গি’ নিহত হওয়ার ঘটনাকে আইন-শৃঙ্খলা বাহিনীর ‘দুর্বলতা’ বলেও আখ্যা দিয়েছেন রাশেদ খান মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘আমরা দেখি যখনই কোনো ব্লগার নিহত হন, তখনই পুলিশ কর্তৃপক্ষ তিনি ধর্মবিরোধী কিছু লিখেছেন কী না সেটা খুঁজে বেড়ান। কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চারণ করা হয় ধর্মকে আঘাত করে এমন কিছু সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘এটা ঠিক যে ধর্মবিরোধী কোনো কিছু লেখা উচিত নয়। তেমনি আবার কেউ নিহত হওয়ার পর একথা উচ্চারিত হলে ওই হত্যা জাস্টিফায়েড হয়ে যায়। ধর্মকে বর্ম করে ধর্মের ধ্বজাধারী খুনী জঙ্গিদের বিরত করা যাবে না। বরং তাদের কাছে আত্মসমর্পণই করা হবে।’