• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

বছরের আলোচিত রাজপুত্রের পল্টিবাজী ফাঁস!


প্রকাশিত: ৪:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

 

ডেস্ক রিপোর্টার : সৌদিযুবরাজের পল্টিবাজী অবশেষে ফাঁস করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি বলেছেন, সৌদি সরকার বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন prince salman-www.jatirkhantha.com.bdসালমানের প্রবল চাপেই দেশটিতে সফরে যেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। ইরানের প্রভাব খর্ব এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংকট সৃষ্টির কারণেই সৌদি শাসকরা এধরনের চাপ সৃষ্টি করেছিল।লেবাননের প্রধানমন্ত্রী গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে যান এবং হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য এরপর তিনি ফ্রান্সে গিয়ে ফের লেবাননে ফিরে আসেন এবং পদত্যাগের ইচ্ছা পরিহার করেন।

ডেইলি মেইল এ প্রতিবেদন দিয়ে বলছে, নিউইয়র্ক টাইমসকে হারিরির বেশ কয়েকজন ঘনিষ্ট কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তারা বলেন, এমনকি হারিরির পদত্যাগ পত্রটি লিখেও দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পক্ষ থেকে লেবাননের প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনার জন্যে ইরানকে দায়ী করা হয়। এধরনের দোষারোপ করে মধ্রপ্রাচ্যে ইরানের প্রভাবকে ক্ষুণ্ণ করার কথা ভেবেছিল সৌদি আরব।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় লেবাননে হিজবুল্লাহর প্রভাব খর্ব করতেও এমন পরিকল্পনা গ্রহণ করে সৌদি আরব। সৌদি শাসকরা আশা করেছিলেন, হারিরির পদত্যাগের ঘোষণা বিনা মেঘে বজ্রপাতের মতই মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টি করবে।তবে পশ্চিমা দেশগুলো ও লেবাননের প্রবল চাপে হারিরিকে সৌদি আরব ত্যাগ করতে দিতে বাধ্য হয় দেশটির শাসকরা। হারিরির পরিবারের সঙ্গে সৌদি সরকারের ঘনিষ্ঠতা অত্যন্ত প্রবল। তার বাবা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি ২০০৫ সালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। সাদ হারিরি জন্মগ্রহণ করেন সৌদি আরবে এবং দেশটিতে তার ব্যবসা বাণিজ্য রয়েছে।