• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

ফিরলেন খালেদা-নেতাকর্মীদের শোডাউন


প্রকাশিত: ৬:২৪ পিএম, ১৮ অক্টোবর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

বিশেষ প্রতিনিধি  :  নেতাকর্মীদের  শোডাউনের মধ্যে লন্ডনে চিকিৎসা ও ব্যক্তিগত সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) প্রায় সন্ধ্যালগ্নে দেশে khalada-www.jatirkhantha.com.bd--ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মহিলা দল নেত্রী আফরোজা আব্বাসসহ দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। এছাড়া বিমানবন্দরের বাইরে ও আশপাশের সড়কে অবস্থানকারী নেতা-কর্মীরা নানা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। পরে বিমানবন্দর থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি।

নেতা-কর্মীদের জমায়েতের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।  সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুর ২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিমানবন্দর ও এর আশ-পাশের এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেউ অবস্থান নিয়েছেন নিকুঞ্জ এলাকায়, অনেকেই আবার বিমানবন্দরের বাইরের সড়কে ও এর আশপাশে অবস্থান নিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানান।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে এসব পরোয়ানার বিরুদ্ধে দেশজুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রায় ৩ মাস যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।