• বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

ফিজের ভেলকি দেখাবে মুম্বাই ইন্ডিয়ান্স


প্রকাশিত: ৪:৫৯ পিএম, ২৭ জানুয়ারী ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

মুম্বাই থেকে মুস্তাকিম ভাটিয়া :  এবার মি. ফিজের ভেলকি দেখাবে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর গত দুই মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলা বাংলাদেশের এই fij-www.jatirkhantha.com.bdকাটার মাস্টার মি. ফিজ ওরফে মুস্তাফিজকে এবার দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। শনিবার আইপিএল এর নিলামে মু্স্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেন মুকেশ আম্বানীর মালিকানাধীন দলটি। মুস্তাফিজ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন। কেননা তার জাতীয় দলের সতীর্থ সাকিব আলা হাসানকে ২ কোটি ‍রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।

ক্যারিয়ারের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার ঠিকানা বদল হলো। দুই কোটি রূপিতে (২ কোটি ৬২ লাখ টাকা) বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।সাকিবের ভিত্তিমূল্য ছিল এবার ১ কোটি রুপি। প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স। সাকিবকে নিতে তাদের সঙ্গে বিডিংয়ে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। শেষ পর্যন্ত ২ কোটিতেই তাকে পেয়ে যায় সানরাইজার্স।

আইপএলে ২০১১ সালে সাকিব ৪ লাখ ২৫ হাজার ডলারে যোগ দেন কলকাতায়। ২০১৪ আইপিএলের নিলামে আবার তারা সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। তবে এবার দলটি আর সাকিবকে নিতে আগ্রহ দেখায়নি। দুই দিনব্যাপী নিলামের প্রথম সকালে সবচেয়ে বড় ঝড় তুলেছেন বেন স্টোকস। ২ কোটি ভিত্তি মূল্যের স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে আইপিএলে ফিরে আসা রাজস্থান রয়্যালস। ১৪ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিকে আগের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম ডাকে ক্রিস গেইলকে নেয়নি কোনো দল। প্রথমবার আইপিএলের নিলামে নাম উঠিয়ে দল পাননি জো রুটও। তবে পরে আবার নিলামে উঠবে তাদের নাম।