• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর বিমানে নাশকতার চেষ্ঠা-পলাতক ২ কর্মকর্তা কারাগারে


প্রকাশিত: ৩:১১ পিএম, ২২ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

স্টাফ রিপোর্টার  :   প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ biman_meghdoot-www-jatirkhantha-com-bdবিমানের পলাতক দুই কর্মকর্তা বৃহস্পতিবার আদালতে  আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

দুপুরে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ঐ দুই কর্মকর্তা। আদালত তাদের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠায়।  এর আগে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি।