• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

” প্রকৃতি” -মলি ইসলাম


প্রকাশিত: ৩:০২ পিএম, ৫ ডিসেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

bb

মাঝে মধে মনে হয়,
আমি যেন রবী ঠাকুরের গাছপ্রেমী,
কোনটা মেহগনি কোনটা গজার,
কোনটা শিমুল আমি সব গাছই চিনি।
আবার কখন ও মনে হয়-
আমি যেন পাখি প্রেমী,
চড়ুই,মাছরাঙা,শালিক,বকঘুঘু টিয়ার ঝাক,
সবি আমার বাড়ির পাশের পুকুর
পারের গাছে বসে,
তাদের সবাই কেই আমি চিনি।
আমার বাড়ির উপর দিয়ে উড়ে,
যাওয়াহলদে পাখি,
ডেকে ডেকে বলে যায়,
আজ আসবে অতীথি।
আমি অবাক হই!
সত্যি সেদিন আসে  আমার ঘরে অতীথি।
কখন ও যদি দুঃসংবাদ আসে,
তার আগেই  জানান দেয় আমাকে,
অসম্ভব বিশ্রি আওয়াজে-
গাছে বসে  ডাকতে থাকে,
তারিয়ে দিলে ও যায়না।
পাখিগুলি যেন প্রাকৃতিক রাডার,
যা আগে থেকে জানিয়ে দেয় সব
আমরা মানুষেরা  সবাই  তা বুঝিনা,
অদ্ভুদ  হলো এই যে-
যারা বুঝেনা পাখি গুলো
তাদের  কাছে যায়ও না।
আমার সাথে পাখি, গাছ,
প্রকৃতির এক অন্য রকম
বন্দন-যেটা  সবাই বুঝেনা,
এ যেন আমার আর প্রকৃতির
আত্মার বন্দন, তা যেন থাকে চিরন্তন।।