• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

পল্লবী থানার ভিত্তি দিলেন ডিএমপি কমিশনার


প্রকাশিত: ৭:০৬ পিএম, ২২ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৮ বার

স্টাফ রিপোর্টার :  নিজস্ব ভবনে থানার দাপ্তরিক কাজ সম্পাদনের লক্ষ্যে আটতলা বিশিষ্ট পল্লবী থানা কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন ডিএমপি DMP-polobi-www.jatirkhantha.com.bdকমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।আজ ২২ অক্টোবর’১৭ বেলা ১১ টায় মিরপুর ডিওএইচএস চত্বর সংলগ্ন সাগুফতা আবাসিক এলাকার প্রবেশ পথের পাশে এই আটতলা বিশিষ্ট থানা কমপ্লেক্স কাম ব্যারাক এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন ভবনটির বাস্তবায়নে রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)। নতুন থানা ভবনে থাকবে বিদ্যুৎ, গ্যাস, ভবনের তলদেশে থাকবে পানি সংরক্ষণের অত্যাধুনিক ব্যবস্থা, অভ্যন্তরীন পয়ঃনিস্কাশন ব্যবস্থা, সীমানা প্রাচীর, আরসিসি রোড, সৌন্দর্যবর্ধণসহ অন্যান্য আধুনিক সকল সুবিধা। ভবনটি নির্মাণ সম্পন্ন করতে সময় লাগবে ১৮ মাস।