• বুধবার , ২৪ এপ্রিল ২০২৪

নিজেদের তৈরি বিমানবাহী রণতরি ‘001A’ নামাল চীন


প্রকাশিত: ১:২৩ পিএম, ২৬ এপ্রিল ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

oo1a-www.jatirkhantha.com.bd

স্টাফ রিপোর্টার : নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি ‘টাইপ 001A’ সাগরে নামিয়েছে চীন। আজ বুধবার সকালে এটি পানিতে ভাসানো হয়। চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরি এটি।চীন গভীর সমুদ্রে তাদের প্রভাব বাড়াতে চায়, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এমন ঘোষণা দেবার একদিন পরই এ ঘটনাটি ঘটলো। রবিবার ছিল চীনা নৌবাহিনীর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরির উদ্বোধন করা হয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে এর উদ্বোধন করা হয়। তবে পানিতে নামানো হলেও এর পুরোপুরি কাজ শুরু করতে আরও কয়েক বছর সময় লাগবে। ২০২০ সালের আগে এটি সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে না বলে ধারণা করা হচ্ছে।

উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে শুকনো ডক থেকে রণতরিটি পানিতে ভাসানো হয়েছে।বিমানবাহী রণতরিটির নকশা চীনেই করা হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। এই রণতরিটির দৈর্ঘ্য ৩১৫ মিটার, প্রস্থ ৭৫ মিটার। ৭০ হাজার টনের এই রণতরিটি সর্বোচ্চ ৩১ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে যেতে সক্ষম।