• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

দেড় কোটি টাকার সোনা ইমিগ্রেশনের ময়লার ঝুড়িতে


প্রকাশিত: ২:৪৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

বিশেষ প্রতিবেদক  :  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে 12তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযানে উদ্ধার হওয়া এই স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা।শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জাতিরকন্ঠকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে সকাল ৬টার দিকে ইমিগ্রেশনের টয়লেটে ময়লার ঝুড়ি থেকে টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখা পাঁচটি প‌্যাকেটে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, স্বর্ণ উদ্ধারের আগে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমান, দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট এবং কুয়েত থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট অবতরণ করে।

তারা জানান, শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে কেউ স্বর্ণের বারগুলো ইমিগ্রেশনের টয়লেটের ঝুড়িতে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতকে শনাক্তের চেষ্টা চলছে।