• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

‘দায়িত্বে বিলম্ব ঢাবি’র জন্যে কলংক’


প্রকাশিত: ৬:০২ পিএম, ২০ জুলাই ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

ঢাবি প্রতিনিধি :  ‘দায়িত্বে বিলম্ব ঢাবি’র জন্যে কলংক’ শিক্ষার্থীদের এমন প্ল্যাকার্ড বহন করাটা শেষমেষ সার্থক হয়েছে। অবশেষে shabag-www.jatirkhantha.com.bdঢাবির অধিভুক্ত কলেজের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিভিন্ন বর্ষের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করে নোটিস আকারে জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর থেকে। এ ছাড়া ৪ নভেম্বর থেকে স্নাতক প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।
এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ অগাস্টের মধ্যে হতে পারে।

গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বৈঠকে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নোটিসও দিতে শুরু করেছে।